মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:১৫ এএম, ২০ নভেম্বর ২০২৩

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে পথচারী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রব (৬৫)। তিনি গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

jagonews24

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক জানান, সকালে কুমিল্লা থেকে ৩০-৩৫জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহনের একটি বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে ভাটেরচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এসময় বাসটি সড়কের পাশে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, আব্দুর রব মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন এসময় বাসটি তাকে চাপা দেয়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।