গুইমারা উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকের পদ স্থগিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৯ নভেম্বর ২০২৩

খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ ও সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করেছে বিএনপি।

শনিবার (১৮ নভেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিএনপির নয় নেতার পদ স্থগিত

একই সঙ্গে পরবর্তী হরতাল, অবরোধ কর্মসূচিতে উপস্থিতি ও সহযোগিতা পর্যবেক্ষণ শেষে সন্তোষজনক হলে সপদে পুনরায় বহাল করা হবে। পর্যবেক্ষণ সন্তোষজনক না হলে পদ স্থায়ীভাবে স্থগিত করা হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও গুইমারা উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।