হরতাল

‘মহাসড়কে ঝামেলা না হলেও আতঙ্ক কাজ করছে, তাই বাস নিয়ে বের হইনি’

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:০৯ এএম, ১৯ নভেম্বর ২০২৩

বিএনপিসহ সমমনা অন্যান্য দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচির প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রী ও যানবাহনের চাপ কম রয়েছে। সকাল থেকেই ফাঁকা রয়েছে মহাসড়ক।

রোববার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অধিকাংশ আঞ্চলিক যানবাহনগুলো চলাচল করছে। তবে দূরপাল্লার অধিকাংশ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে মহাসড়কে বাসের তুলনায় তিন চাকার যানবাহন চলাচল বেড়েছে।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির মশাল মিছিল

রবিউল ইসলাম নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে মহাসড়কে বের হয়েছিলাম। এসে দেখি তেমন গাড়ি নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে গাড়ির দেখা পেলাম।

আশরাফুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, ব্যবসায়িক কাজে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি। বাস পেলেও যাত্রীর অভাবে বাস ছাড়ছে না।

আব্দুল্লাহ নামের এক বাসচালক বলেন, মহাসড়কে কোনো ঝামেলা না হলেও মনের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। অনেকেই এই কারণে বাস নিয়ে মহাসড়কে বের হয় নি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পেট্রোলসহ ছাত্রদল নেতা আটক

সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, যে কোনো অরাজকতা ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।