কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আবারও আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লাহ
প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৯ নভেম্বর ২০২৩

কুমিল্লা নগরীতে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে তিনটি মোটরসাইকেলে যোগে আসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঢুলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে একটি বাসে একই কায়দায় আগুন পালিয়ে যযায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে কুমিল্লায় মোট দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।