ঘূর্ণিঝড় মিধিলি

গাছ উপড়ে যুবক, নৌকাডুবে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় কক্সবাজারে গাছ উপড়ে এক যুবক ও নৌকাডুবে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ গণমাধ্যমকে এ তথ্য জানান।

মৃতরা হলেন, সাঈদ ও মির হোসেন কামাল। সাঈদ মহেশখালী উপজেলার কালামার ছরা ইউনিয়নে গাছ উপড়ে ও কামাল নৌকাডুবে মারা যান।

বিভীষণ কান্তি দাশ জানিয়েছেন, শুক্রবার বিকেলে ঝড়ের সময় সাঈদের বাড়িতে একটি গাছ উপড়ে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। অপরদিকে সন্ধ্যায় সদর উপজেলার চৌফলদন্ডি এলাকায় সাগর থেকে ফেরার সময় নৌকাডুবে আমির হোসেন কামাল মারা যান।

আরও পড়ুন: টেকনাফে দেওয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

তিনি জানান, ঝড়ো হাওয়ার কবলে পড়ে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ৩২ জন মাঝি-মাল্লাসহ দুটি ফিশিং ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কবির হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ের আঘাতে মহেশখালীতে ২০ হেক্টর পানের বরজ, ১৪৫ হেক্টর আমন ধান, ১৮০ হেক্টর শীতকালীন আগাম শাকসবজি ১১ হেক্টর সরিষা ক্ষেতের ক্ষতি হয়েছে।

এদিকে শনিবার থেকে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল ১০টার দিকে কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজ টেকনাফ ছেড়ে যায়।

আরও পড়ুন: সেন্টমার্টিনে আটকা পড়েছে ৪ শতাধিক পর্যটক

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী জানান, দুদিন ধরে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করা পর্যটকদের জাহাজে করে শনিবার বিকেলে টেকনাফে নিয়ে আসা হবে। সাগরে প্রথমে নিম্নচাপ পরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় গত দুদিন সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।