যমুনায় দুই নৌকার সংঘর্ষ

৩ দিনেও মেলেনি নিখোঁজ শ্রমিকের সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৩

তিনদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের যমুনা নদীতে বালুবাহী দুই নৌকার সংঘর্ষের ঘটনায় নিখোঁজ আকুব্বর আলী (৫৫) নামের শ্রমিকের।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার চৌহালী উপজেলার যমুনা নদীর জোতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আকুব্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলী ছেলে।

আরও পড়ুন: যমুনায় দুই নৌকার সংঘর্ষে শ্রমিক নিখোঁজ

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল চেষ্টা করেও ওই নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি।

এরআগে বৃহস্পতিবার যমুনা নদীর জোতপাড়ায় বালুবাহী দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় নৌকায় থাকা কয়েকজন শ্রমিক পানিতে পড়ে যায়। পরে অন্যরা যমুনার কিনারে ফিরলেও শ্রমিক আকুব্বরকে পাওয়া যায়নি।

এম এ মালেক/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।