ঘূর্ণিঝড় ‘মিধিলি’

মৌলভীবাজারে জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে মৌলভীবাজারে ৩৩ কেভি জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে। এতে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের বিদ্যুৎ সরবরাহ (বিক্রয় ও বিতরণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিকেল ৫টা থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তাদের দুটি পৃথক কারিগরি টিম কাজ করছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী।

শহরের মোস্তফাপুরে বসবাসকারী ইমাদ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘বিকেল ৫টা থেকে বিদ্যুৎ নেই। ফোনের চার্জ শেষ হয়ে গেছে। কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন আহমেদ বলেন, ‘আগামীকাল আমার পরীক্ষা আছে অথচ বিদ্যুৎ নেই। পরীক্ষা কেমন হবে তা নিয়ে চিন্তায় আছি।’

পশ্চিম বাজারের ব্যবসায়ী ওয়াহেদ আলী বলেন, সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। কাস্টমারকে সার্ভিস দিতে সমস্যা হচ্ছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।