ঘূর্ণিঝড় ‘মিধিলি’
টানা বর্ষণে বরিশালের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা
ঘূর্ণিঝড় 'মিধিলি'র প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৭ নভেম্বর) বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতার এ চিত্র দেখা গেছে।
বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে বটতলা থেকে চৌমাথা, বগুড়া রোডের একাংশ, রাজাবাহাদুর সড়কসহ বিভিন্ন অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে। এছাড়া নগরীর চৌমাথা সিএন্ডবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিপিপি), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃষ্টির পানি জমে রয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ জাগো নিউজকে বলেন, দুপুর ১২টা নাগাদ ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতে বর্ষণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিটে বাতাসের গতি সর্বোচ্চ ৫৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। বরিশাল নদী বন্দরে তিন নম্বর ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শাওন খান/এনআইবি/এএসএম