পরিত্যক্ত স্থান থেকে ৪২০ কেজি সরকারি চাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জে পরিত্যক্ত স্থান থেকে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির জন্য বরাদ্দের ৪২০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরি ঠুটিয়া কলেজের সামনের পরিত্যক্ত স্থান থেকে এসব চাল উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে গ্রামপুলিশ পাঠিয়ে চালগুলো উদ্ধার করা হয়। সরকারি বরাদ্দের এসব চাল ৩০ কেজি ওজনের ১৪টি চালের বস্তা পরিবর্তন করে ৬০ কেজি ওজনের সাতটি বস্তায় ভরা ছিল।

স্থানীয়রা জানান, কলেজের সামনের পরিত্যক্ত স্থানে চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে উপজেলা প্রশাসনকে জানালে চালগুলো উদ্ধার করে হেফাজতে রাখেন ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, চালগুলো ভিডব্লিউবি নাকি ন্যায্যমূল্যের তা সঠিকভাবে এখনো জানা যায়নি। বিষয়টি উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।