যশোরে এক রাতে ৩ খুন


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৯ জুলাই ২০১৪

যশোরে এক রাতে তিনজনকে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে শার্শায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনিসুর রহমান, ঝিকরগাছায় দুর্বৃত্তদের হাতে ইসমাইল ও সদর উপজেলায় দুর্বৃত্তরা গলায় ফাঁস দিয়ে মাহাদুলকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, শনিবার ভোরে সাতক্ষীরা, শার্শা থানা ও গোয়েন্দা পুলিশ আনিসুর রহমানকে সাথে নিয়ে উপজেলার বসতপুরে যৌথ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আনিসুর। এ সময় পুলিশ কনস্টেবল মিঠু ও নূরুল ইসলাম আহত হন বলে দাবি করেছেন তিনি।

ওসি জানান, নিহত আনিসুরের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বালিয়া গ্রামে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। আনিসুরের বিরুদ্ধে সাতক্ষীরা ও শার্শা থানায় ১১টি মামলা রয়েছে।

শুক্রবার রাতে ঢাকা মহানগর থেকে পুলিশ আনিসুরকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি শার্শার বসতপুরে তার সহযোগী ও অস্ত্র সম্পর্কে তথ্য দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।