সোনারগাঁয়ে তফসিল প্রত্যাখ্যান করে যুবদলের মশাল মিছিল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে নারায়ণঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে রোডের নয়াপুর বাজার এলাকায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে মিছিলটি বের হয়।

jagonews24

খাইরুল ইসলাম সজীব বলেন, আমরা অবিলম্বে এই তফসিল বাতিল করার দাবি জানাচ্ছি। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মানুষের জানমাল রক্ষায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রস্তুত।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।