ঠাকুরগাঁওয়ে ধরা পড়লো নীলগাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় নীলগাইটিকে ধরতে সক্ষম হন বিজিবির সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ১টায় শালডাঙ্গা এলাকায় স্থানীয়রা নীলগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে প্রাণীটি খুঁজতে থাকে। পরে এলাকাবাসীর সহায়তায় বিকেল পৌনে ৩টায় নীলগাইটি ধরতে সক্ষম হন তারা।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান, বর্তমানে নীলগাইটিকে কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বনবিভাগের কাছে এটি হস্তান্তর করা হবে।

তানভীর হাসান তানু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।