মধ্যরাতে নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আগুন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪০ এএম, ১২ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বাসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে সানারপাড়ের পিডিকে পাম্পের পাশের এক গ্যারেজে লাব্বাইক বাসে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন

ওসি বলেন, শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই গ্যারেজে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেনি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমরা এমন কোনো খবর পাইনি।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।