টাঙ্গাইল বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের বেপারীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিস্ফোরক-নাশকতা ও পুলিশ হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামি।
এদিকে, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
আরিফ উর রহমান টগর/এএইচ/জিকেএস