টাঙ্গাইল কারা ফটক থেকে ফের গ্রেফতার ৩ বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৯ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি

জামিনে মুক্তি পেয়েও বিশেষ ক্ষমতা আইনের মামলায় টাঙ্গাইল কারা ফটক থেকে গ্রেফতার হলেন বিএনপির তিন নেতা। এর আগে ২৯ অক্টোবর পৌর শহরের কাগমারা এলাকা থেকে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়ে তারা কারাগারে ছিলেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান তারা। বুধবার (৮ নভেম্বর) সকালে কারামুক্ত হয়েই দ্বিতীয়বারের মতো তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহ-সভাপতি রকিবুল ইসলাম ওরফে ছুনু ও শৈকত নামের আরও এক নেতা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জাগো নিউজকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির মশাল মিছিল

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, সরকার পতনের এক দফার চলমান আন্দোলনকে ব্যাহত ও নেতৃত্ব শূন্য করতেই পুলিশ দিয়ে সরকার নেতাকর্মীদের ঢালাও ভাবে গ্রেফতার করছে। যার প্রতিফলন জমিনে মুক্ত হওয়ার পরও কারা ফটক থেকেই আবার সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ২৯ অক্টোবর পৌর শহরের কাগমারা এলাকা থেকে নাশকতা ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়। সেদিন বিকেলে টাঙ্গাইল জজ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় করেন। সেই মামলায় ৭ নভেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন। ৮ নভেম্বর বুধবার সকালে জেল থেকে বের হওয়ার পরপরই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে আবার গ্রেফতার করা হলো।

তিনি আরও বলেন, এ সরকার পুলিশের ওপর ভর করে টিকে আছে, তবে এ আশা আর পূরণ হবে না। এই জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমি জেলা বিএনপির পক্ষ থেকে এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বাসে আগুন

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, সকালে কারা ফটক থেকে সদর উপজেলা বিএনপি সভাপতি আজগরসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত পুনরায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরিফ উর রহমান টগর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।