আলুর কেজিতে ৪ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ২০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৭ নভেম্বর ২০২৩

মেহেরপুরের গাংনীতে বিক্রয় রসিদ না দেখানো এবং কেজি ৪ টাকা বেশি রাখায় এক আলু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আরও এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গাংনী পৌরশহরে এ অভিযান চালান মেহেরপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

সজল জানান, পাইকারি আলু ব্যবসায়ী মেসার্স সততা ভান্ডারের মালিক শাহাদুল ইসলাম খুচরা বিক্রেতাদের বিক্রয় রসিদ দেন না। তিনি সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি আলু ৪০ টাকা দরে পাইকারি বিক্রি করছেন। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, একই বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অপরাধে গাংনী স্টুডেন্ট কর্নারের মালিক শফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আসিফ ইকবাল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।