মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো পল্লী পশু চিকিৎসকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৬ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সোহেল রানা ইমদাদ (৪০) নামে এক পল্লী পশু চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়াইচ মুসা মিয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা উপজেলার কঠুরাকান্দী গ্রামের মৃত ওলিয়ার শেখের ছেলে। তিনি পেশায় একজন পল্লী পশু চিকিৎসক ছিলেন। এছাড়াও তিনি উপজেলা ভেটেরিনারি হাসপাতালে টিকাদান কর্মী হিসেবেও কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানা ইমদাদ আলফাডাঙ্গা সদর বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী একটি খেজুর গাছে ধাক্কা লাগে তার। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।