খুলনা সিটি করপোরেশনের প্রথম মেয়র সিরাজুল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৫ নভেম্বর ২০২৩

খুলনা পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম (৯০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৫ নভেম্বর) ভোরে নগরীর ৬৭ নম্বর হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রোববার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামে মৃত্যুতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আলমগীর হান্নান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।