নারায়ণগঞ্জ
মহাসড়কে গণপরিবহন কম, র্যাব-পুলিশের টহল
বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ কম রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। এছাড়া সকাল থেকে মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সানারপাড় এবং সাইনবোর্ডে সরেজমিনে এমনই চিত্র দেখা যায়।
আরও পড়ুন: অবরোধের সঙ্গে চলছে আধাবেলা হরতাল, ট্রাক ভাঙচুর
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুক্ষণ পরপরই র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া ডিবি পুলিশকেও মহাসড়কে অবস্থান করতে দেখা গেছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ক অঞ্চল) আল মামুন বলেন, সকাল থেকেই আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। যেকোনো অরাজকতারোধে আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাই লাউ মারমা বলেন, মহাসড়কের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা মহাসড়কেই থাকবো।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম ও এশিয়ান মহাসড়কে টায়ার পুড়িয়ে বিএনপির অবরোধ
র্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা বলেন, যাত্রী ও যান চলাচল নির্বিঘ্ন করতে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি।
রাশেদুল ইসলাম রাজু/জেএস/এমএস