কিশোরগঞ্জ

অবরোধের সঙ্গে চলছে আধাবেলা হরতাল, ট্রাক ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৫ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের পাশাপাশি কিশোরগঞ্জে চলছে আধাবেলা হরতাল। এছাড়া জেলার ভৈরব উপজেলায় চলছে পূর্ণ দিবস হরতাল।

রোববার (৫ নভেম্বর) সকালে শহরে ঝটিকা মিছিল করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় কয়েকটি ট্রাক ভাঙচুর করে। তবে পুলিশ আসলে নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান।

এছাড়া শহরের সতাল ও সদর উপজেলার নতুন জেলখানা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা। তবে শহরে দোকানপাট খোলা রয়েছে। চলছে ছোট ছোট যানবাহন তবে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল।

Kishoregonj.jpg

আরও পড়ুন: ‘আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছি, এখনো বাসের দেখা পাইনি’

এর আগে শনিবার ভোরে কিশোরগঞ্জের ভৈরব থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রোববার (৫ নভেম্বর) জেলায় আধাবেলা ও ভৈরব উপজেলায় পূর্ণ দিবস হরতাল চলছে।

এসকে রাসেল/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।