কিশোরগঞ্জ

অবরোধ প্রতিহতে ঢাকা-সিলেট মহাসড়কে আওয়ামী লীগের অবস্থান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৫ নভেম্বর ২০২৩

ভৈরবে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় অবস্থান করছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দুর্জয় মোড় এলাকায় লাঠি হাতে অবরোধের প্রতিরোধে সড়কে অবস্থান করছেন তারা।

তবে সকাল থেকে ভৈরবে তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এখনো বিএনপির নেতাকর্মীদের দেখা মেলেনি। অন্যদিকে বিজিবি, পুলিশ শহরের বিভিন্ন সড়কে অবস্থান করছে।

আরও পড়ুন: ফেনীতে অবরোধ সমর্থনে যুবদলের মিছিল, পেট্রল ঢেলে সড়কে আগুন

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, ভিডিও বার্তায় ঘোষণা দেওয়া বিএনপির ডাকা অবরোধকে প্রত্যাখ্যান করেছে ভৈরবের জনগণ। সকাল থেকেই ভৈরবের বিভিন্ন সড়কের সব ধরনের পরিবহন চলাচল করছে। এছাড়া ভৈরবের জনগণের জানমাল রক্ষায় সকাল থেকেই আওয়ামী লীগের শত শত নেতাকর্মীরা দুর্জয় মোড় এলাকায় অবস্থান করছি। এমনকি সন্ধ্যা পর্যন্ত আমরা সড়কে থাকবো।

ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ আতিক আহমেদ সৌরভ বলেন, বিএনপির কিছু নেতাকর্মী ভিডিও বার্তায় অবরোধ ডেকেছে। তাদের ডাকা অবরোধ ভৈরবের জনগণ প্রত্যাখ্যান করেছেন। এজন্য সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে সব যানবাহন চলাচল করছে।

রাজীবুল হাসান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।