ফেনীতে অবরোধ সমর্থনে যুবদলের মিছিল, পেট্রল ঢেলে সড়কে আগুন
ফেনীতে বিএনপির-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলের পর সড়কে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো পরিবহনের ক্ষতি অথবা হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় এ ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৭টার দিকে ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে একদল যুবক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বড় বাজার প্রদক্ষিণ করে ইসলামপুর রোডের ভেতরের দিকে গিয়ে শেষ হয়। এর কিছুক্ষণ পরই কয়েকজন যুবক শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় এসে রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এসময় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এলে অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, রাত সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক রাস্তায় এসে আগুন ধরিয়ে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস