হুইপ স্বপন

পিটার হাস বিএনপির নিরাপত্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির নিরাপত্তা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমরা কী আপনাদের ষড়যন্ত্র বুঝি না? আপনারা ফিলিস্তিনদের উৎখাত করেছেন। আমরা গরীব ছিলাম বলে তখন আমাদের লোক দেখানো দয়া দেখিয়েছেন। এখন আমরা শেখ হাসিনার নেতৃত্বে ধনী হচ্ছি বলে আমাদের আর পছন্দ হয় না।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মনে হচ্ছিল ২৮ অক্টোবর বুঝি দেশ আর থাকবে না। ২৮ তারিখে ব্যর্থ হয়ে ২৯ অক্টোবর নির্বাচন কমিশনে গিয়ে পিটার হাস বললেন নিঃশর্ত আলোচনা চাই। এতদিন বলেছেন আলোচনা হতে হবে শেখ হাসিনার পদত্যাগের মধ্যদিয়ে। এখন সোজা হয়ে বলছেন, নিঃশর্ত আলোচনার কথা। কয়দিন পর লেজ গুটিয়ে বলবেন- আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবো।

হুইপ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার থাকবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসবে।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।