রাজশাহীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকাকে বাড়ি থেকে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৩ নভেম্বর ২০২৩

রাজশাহীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর বড়বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্র বলছে, চিকিৎসক ফাতেমা সিদ্দিকা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে অভিযানে সেখানে কাউকে পাওয়া যায়নি।

তবে অভিযানের অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, চিকিৎসক ফাতেমা সিদ্দিকাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে।

রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার নামের একটি হাসপাতাল রয়েছে ডা. ফাতেমা সিদ্দিকার। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি জেলায় বেশ পরিচিত। গত ৪ এপ্রিল তার কাছ থেকে ১০ লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।