মামলা-হামলার ভয়ে রাজনীতি থেকে অব্যাহতি নিলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৩

মামলা-হামলার ভয় ও শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন বিএনপির এক নেতা।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

ওই ব্যক্তির নাম সৈয়দ মঈনুল হক কচি। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে মঈনুল হক বলেন, বর্তমানে রাজনৈতিক মামলা-হামলা ও শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি আর রাজনীতিতে করতে আগ্রহী নই। আমি ব্যবসা-বাণিজ্যে মনোনিবেশ করতে চাই।

তিনি আরও বলেন, আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করতেন। বর্তমানে তিনি ঢাকা থাকেন। এখন যেকোনো সময় আমার বিরুদ্ধে মামলা হতে পারে। এ কারণে রাজনীতি থেকে সরে যেতে চাই আমি।

এরআগে, একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন মঈনুল হক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।