হিলি দিয়ে আলু আমদানি শুরু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি দিনাজপুর (হিলি)
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০২ নভেম্বর ২০২৩

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আলু বোঝায় চারটি ট্রাক বাংলাদেশের প্রবেশের করেছে।

মেসার্স নিশাত ট্রেডার্স নামের একটি আমদানির কারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানির করছেন। চার গাড়িতে ১১০মেট্রিকটন আলু আমদানি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মেট্রিক টন আলু আমদানিতে খরচ হয়েছে ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার। এছাড়াও আমদানি করা আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।

আরও পড়ুন: সোনামসজিদের ২২৬ ট্রাক পৌঁছে দিলেন ইউএনও

এর আগে হিলি বন্দরের ২২ আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে আলু আমদানির অনুমতি পায়। প্রথম ধাপে ১৫ হাজার ২০০ মেট্রিকটন আলু আমদানি হবে এ বন্দর দিয়ে।

আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারনালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানির শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি হচ্ছে। সব খরচ দিয়ে ৩০টাকা কেজিতে আলু বিক্রি সম্ভব হবে।

মো. মাহাবুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।