সুনামগঞ্জে পিকআপ-অটোরিকশা ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০১ নভেম্বর ২০২৩

সুনামগঞ্জ-সিলেট সড়কের পশ্চিম হাজীপাড়া এলাকায় পিকআপ ও অটোরিকশা ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সড়কে হঠাৎ আক্রমণ চালায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা ইটপাটকেল ছুড়ে একটি পিকআপ, একটি অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

jagonews24

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, আমরা অভিযান পরিচালনা করবো। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।