হিলি দিয়ে আসবে ১২ হাজার মেট্রিক টন আলু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

অনুমতির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি করতে ১২ আমদানিরকারক ইনপোট পারমিট (আইপি) পেয়েছেন। তারা ১২ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার (৩০ অক্টোবর) বেশ কয়েকজন আমদানিকারক আইপির আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হিলির ১২ আমদানিকারককে আজ রাতে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির আইপি দেওয়া হয়েছে। তারা দু-একদিনের মধ্যেই আলু আমদানির করতে পারবেন।

মো. মাহাবুর রহমান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।