বুধবার কিশোরগঞ্জে আধাবেলা হরতাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ২

এতে বলা হয়, কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে উন্মত্ত হায়েনার মতো হামলা চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষকদল সভাপতি বিল্লাল মিয়া। আহত হন দুই শতাধিক নেতাকর্মী। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি বুধবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করবে।

কুলিয়াচরে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

এসকে রাসেল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।