পটুয়াখালী

অবরোধে মাঠে নেই বিএনপি-জামায়াত, সবকিছু স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর টানা তিনদিনের অবরোধ কর্মসূচির আজ প্রথমদিন চলছে। তবে পটুয়াখালীতে বিএনপি কিংবা এর অঙ্গসংগঠনের কোনো তৎপরতা চোখে পড়েনি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই অনেকটা স্বাভাবিক মানুষের জীবনাযাত্রা। জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করছে। তবে যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন চলাচল কিছুটা কম।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী অবরোধ কর্মসূচির ঘোষণা করলেও তাদেরও কোনো তৎপরতা চোখে পড়েনি।

jagonews24

পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে না। সকালের দিকে দূরপাল্লার যাত্রী কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়ছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবেই অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে পেরেছি।’

jagonews24

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘আমরা সকালে থেকেই মাঠে রয়েছি। আমাদের নেতাকর্মীদের সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি অবরোধ ডাকলেও তাদের কোথাও দেখা যায়নি। সব কিছু স্বাভাবিক রয়েছে।’

পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষের জালমাল রক্ষায় পুলিশ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

আব্দুস সালাম আরিফ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।