বাইডেনের কথিত উপদেষ্টা

সিরাজগঞ্জে বেলাল হোসেন নামে পরিচিত মিয়া আরেফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৫৩ এএম, ৩০ অক্টোবর ২০২৩

বিএনপির নয়া পল্টন অফিসে সংবাদ সম্মেলন করে নিজেকে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে দাবি করা মিয়া আরেফির বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়ার গ্রামে। গ্রামের মানুষের কাছে তিনি বেলাল হোসেন নামে পরিচিত। তারা বাবার নাম রওশন মণ্ডল।

মিয়া আরেফি ওরফে বেলালের বংশীয় চাচাতো ভাই জিয়া মণ্ডল জাগো নিউজকে বলেন, প্রায় ৩৫ বছর ধরে বেলাল সপরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তারা সবাই তাকে বেলাল হোসেন নামেই চেনেন। তবে তিনি সপরিবারে আমেরিকায় থাকলেও গ্রামে তার অনেক আত্মীয় আছেন। এ বছর কোরবানির ঈদের পর গ্রামে এসেছিলেন।

আরও পড়ুন: বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফি ডিবি হেফাজতে

তিনি যুক্তরাষ্ট্রে কি করেন এমন প্রশ্নের উত্তরে জিয়া মণ্ডল বলেন, বেলাল সেখানে ডেমোক্রেটিক পার্টির নেতা বলে জানি। তবে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কিনা সেটা জানা নেই।

রোববার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর আমি তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে তার পরিবারের কেউ নেই। তবে গ্রামের লোকজন তাকে বেলাল হোসেন নামেই চেনেন। তার বাবা মৃত রওশন আলী আশির দশকে পাবনা জেলা শিক্ষা অফিসে চাকরি করতেন। মিয়া আরেফি ওরফে বেলালরা ছয় ভাই ও চার বোন ছিলেন। ৩৫ বছর আগে তারা সপরিবারে গ্রাম ছেড়ে আমেরিকায় চলে যান।

আরও পড়ুন: বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারীকে গ্রেফতার করা উচিত

শনিবার বিএনপির নয়া পল্টন অফিসে নিজেকে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়ার পর আলোচনায় আসেন তিনি। রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। এরপর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানিকদিয়ার গ্রামে তার জন্মের তথ্য পায় সলঙ্গা থানা পুলিশ। পরে মানিকদিয়ার গ্রামে খোঁজ নিতে গেলে এ তথ্যের সত্যতা পায় পুলিশ। জানা গেছে মানিকদিয়ার গ্রামে মিয়া আরেফির জন্ম ও শৈশব কাটলেও পাবনাতেও তাদের একটি নিজস্ব বাড়ি রয়েছে।

এম এ মালেক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।