সিরাজগঞ্জ

বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:১৮ এএম, ৩০ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জে বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধে বড় ভাই মজনু আকন্দের লাঠির আঘাতে ছোট ভাই আব্দুস ছাত্তারের (৩৬) মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুস ছাত্তার কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

বড়হর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সম্পত্তির দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের

তিনি জানান, ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ আকন্দের ছেলে মজনু আকন্দ ও আব্দুস ছাত্তার। তাদের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গোয়াল ঘর তোলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই মজনু আব্দুস ছাত্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ছাত্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে আসেনি।

এম এ মালেক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।