শেরপুরে শান্তি সমাবেশে এসে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

শেরপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসে আজিজুল হক (৫৫) নামে আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরশহরের মধ্যবাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আজিজুল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয় থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশের লক্ষ্যে এক মিছিল বের হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের নেতৃত্বে মিছিলটি মধ্যবাজার চৌরাস্তা মোড়ে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ চলছিল।
সমাবেশ চলাকালে যোগানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক আকস্মিক রাস্তায় পড়ে যান। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জিন্সি মেডিকেল কর্মকর্তা (ইএমও) ডা. আশরাফুন্নাহার জাগো নিউজকে বলেন, তাকে হাসপাতালে মৃত অবস্থাতেই আনা হয়েছে। এরপরও তার ইসিজি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

আজিজুল হকের মৃত্যুর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল বলেন, আজিজুল হক একজন নিবেদিত দলীয় কর্মী ছিলেন। দলের প্রত্যেক কর্মসূচিতে তিনি স্বতঃস্ফূর্ত অংশ নিতেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল বলেন, আমাদের দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে মিছিল শেষে সমাবেশ চলাকালে হঠাৎ আজিজুল হক হার্ট অ্যাটাক করে মারা যান। তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ শোক ও সমবেদনা প্রকাশ করছে।

ইমরান হাসান রাব্বী/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।