সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

সাবেক প্রতিমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন। রোববার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের বড় ছেলে মাহমুদ হাসান ফয়সল (সজল) বলেন, আম্মা অনেকদিন ধরে অসুস্থ। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সকালে তিনি মারা গেছেন। সোমবার বাদ জোহর রাজশাহীর টিকিপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে রাজশাহী হেতমখা গোরস্তানে তাকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার রাজশাহীর বাগমারা-মোহনপুর সংসদীয় আসনের সংসদ সদস্য থেকে ১৯৯৭ সালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হন। এরপর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি নওহাটা ডিগ্রি কলেজে অধ্যাপনা এবং বঙ্গবন্ধু পরিষদ রাজশাহীর নেতৃত্ব দেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।