গাজীপুর

বাস ভাঙচুর-ট্রাকে অগ্নিসংযোগ, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানা এলাকায় একটি মিটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে পল্লী বিদ্যুৎ মোড়ে চারটি বাসে ভাঙচুর, জৈনাবাজার এলাকায় ও বেড়াইদেরচালা ১নম্বর সিঅ্যান্ডবি এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতালের সমর্থনকারীরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: লালমনিরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানায় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিটি ট্রাকে আগুন দেয় হরতালকারীরা। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মিনি ট্রাকের আগুন নেভায়। অন্যদিকে মহাসড়কের শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় চারটি বাসে ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। এদিকে সাড়ে ৯টার দিকে জৈনাবাজার এলাকায় ও মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এসব ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে হরতাল সমর্থনকারীদের সরিয়ে দেয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, রোববার সকালে জয়দেবপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি তিন টন মালামালবাহী মিনি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, ধারনা করা হচ্ছে হরতাল সমর্থনকারীরা ওই ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: হেলমেট পরে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলে আগুন

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল বলেন, ট্রাকে আগুন লাগার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, পুলিশের টহলের মধ্যেই দুর্বৃত্তরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে মুহূর্তেই ঘটনাস্থল থেকে সরে যায়। পুলিশ তদন্ত করে দেখছে কারা এ কাজ করেছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।