কুমিল্লায় বিএনপির মিছিলে লাঠিচার্জ-টিয়ারশেল, আটক ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:১২ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কুমিল্লায় বিএনপির মিছিলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় বিএনপির অন্তত ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক হাজী ইয়াছিনের নেতৃত্বে নগরীর কান্দিরপাড় থেকে একটি মিছিল বের হয়ে চকবাজারে গেলে পুলিশ বাধা দেয়।

বিএনপি নেতাদের দাবি তারা শান্তিপূর্ণ হরতাল সমর্থনে নগরীতে মিছিল করছেন। পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর লাঠিচার্জ ও টিয়াশেল নিক্ষেপ করে। এতে তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানাতে পারেনি তারা।

আরও পড়ুন: হরতালে কুমিল্লা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন জাগো নিউজকে জানান, পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালায়। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সরদ সার্কেল) কামরান হোসেন জাগো নিউজকে বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করতে বলেন। পুলিশ তাদের বাধা দিলে তারা উত্তেজিত হয়ে ককটেল নিক্ষেপ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।