হরতালে কুমিল্লা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৩১ এএম, ২৯ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত কোথাও মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।

এদিকে কুমিল্লা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে সারাদেশে আন্তঃপরিবহন চালানোর সিদ্ধান্ত নিলেও দুয়েকটি বাস ছাড়া অধিকাংশ পরিবহন বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঘণ্টারপর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। জেলা ও আন্তঃজেলার সব পরিবহন বন্ধ রয়েছে। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

আরও পড়ুন: যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মো. জসিম উদ্দিন নামের বোগদাদ পরিবহনের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সকাল থেকে কাউন্টারে বসে আছি। চালক-হেলপাররা ভয়ে গাড়ি চালাচ্ছেন না।

হরতালে কুমিল্লা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি

হেলাল নামের এক বাসচালক জানান, আমাদের মধ্যে ভয় কাজ করছে। যার কারণে গাড়ি চালাচ্ছি না। পরিস্থিতি বুঝে বের হবো।

আরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি চাঁদপুর যাওয়ার জন্য। কোনো গাড়ি পাচ্ছি না। এখন বিকল্প চিন্তা করতে হবে।

এদিকে কথা বলার জন্য এশিয়া এয়ারকন, তিশা, রয়েল ও মিয়ামী কাউন্টারে দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, হরতালে জনসাধারণের জানমাল যেন বিঘ্নিত না হয় যে জন্য নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।