বিএনপি-জামায়াতের হরতাল
যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে প্রায় যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চোখে পড়েনি। তবে সড়কে কয়েকটি লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, হরতালে চট্টগ্রামের বারইয়ারহাট-মাদারবাড়ি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। এ রুটে চয়েস ও উত্তরা পরিবহনের বাস চলাচল করে থাকে।
মিরসরাই সদরে অবস্থান করা ব্যাংকার নাজিম উদ্দিন বলেন, হরতালের কারণে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়েছি। রাস্তায় কোনো বাস নেই। মাঝে মধ্যে কয়েকটি ট্রাক চলাচল করছে। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর বাধ্য হয়ে অটোরিকশা করে কর্মস্থল সীতাকুণ্ডে যাচ্ছি।
আরও পড়ুন: গাজীপুরে ঢিলেঢালা হরতাল চলছে
লেগুনাচালক সাইফুল ইসলাম বলেন, হরতালের বিষয়টি আমি জানতাম না। সকালে গাড়ি নিয়ে বেরিয়ে শুনেছি হরতাল। গত দুদিন আমি গাড়ি চালাইনি। তাই আজ বের হয়েছি।
এদিকে হরতালের সমর্থনে মিরসরাই ও সীতাকুণ্ডের কোথাও পিকেটিং করেনি বিএনপি-জামায়াতের কর্মীরা। উল্টো মহাসড়কে অবস্থান নিয়েছে সরকারদলীয় লোকজন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মহাসড়কে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে পুলিশ তৎপর রয়েছে। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে দায়িত্ব পালন করছে।
এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম