দুদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৮ অক্টোবর ২০২৩

দুর্গাপূজা উপলক্ষে টানা সাতদিন আমদানি বন্ধ থাকা, ভারতে দাম বৃদ্ধি ও নতুন করে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো চাহিদা মতো এলসি (লেটার অফ ক্রেডিট) না দেওয়ার প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। দুদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ দাম বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ‘আমাদের এখন না খেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই’

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা রুবেল হোসেন বলেন, দুদিন আগেও পোর্টের পাইকারদের কাছ থেকে মানভেদে ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে কিনে ৫ টাকা লাভে ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু বৃহস্পতিবার পোর্ট বাজারেই এক লাফেই পাইকারি বাজারে কেজিতে ২০ টাকা দাম বেড়েছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ বলেন ,শুধু বাংলাদেশে নয়, বেশকিছু দেশে ভারতীয় পেঁয়াজের কদর থাকায় তারা বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি করছে। ফলে ভারতের অভ্যন্তরে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলো এখন নতুন করে এলসি না দেওয়ায় চাহিদা মতো আমদানি করা যাচ্ছে না। ফলে দাম বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে দ্রুতই পেঁয়াজের দাম সেঞ্চুরি পার হবে।

আরও পড়ুন: আলু-পেঁয়াজের দামের লাগাম টানতে পারছে না কেউ

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, টানা সাতদিন বন্ধের পর বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ওইদিন ২০টি ভারতীয় ট্রাকে ৬০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

মো. মাহাবুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।