সাঙ্গুতে নৌকাডুবি
৩ দিন পর নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার
বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদীর আদা ম্রো পাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
দুজন হলেন- রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অংলে খুমীপাড়া এলাকার লংবে খুমী (৪৫) ও একই ইউনিয়নের চয়অং খুমীপাড়ার ছাই খুমী (৩০)।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৩
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর সকালে ছোট মদকের অংলে খুমিপাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন। বিকেলে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদাপাড়া এলাকায় পৌঁছালে পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও তিনজন নদীর স্রোতে ভেসে যায়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে লং রে খুমি (২১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। তিনদিন পর আজ বাকি দুজনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, বেলা ১১টার দিকে মরদেহ দুটি এলাকাবাসী উদ্ধার করেছে বলে জেনেছি।
নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম