বগুড়ায় জামায়াতের এক কর্মী ও দুই শিবির নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৭ অক্টোবর ২০২৩

বগুড়ার শাজাহানপুরে জামায়াতে ইসলামীর এক কর্মী ও ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরআগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী ও সুজাবাদ দক্ষিণ পাড়ার বাসিন্দা মৃত ওসমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫৩), পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও বাদশা মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২০) এবং শিবির নেতা ও আব্দুল মমিনের ছেলে আহসান হাবিব (২২)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার সবাই নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।