সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৬ অক্টোবর ২০২৩

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।

তারা হলেন- উপজেলার রেমাক্রি ইউনিয়নের অংলে খুমিপাড়ার বাসিন্দা লংবে খুমি (৪৫), একই এলাকার লংরে খুমি (২১) ও চয়অং খুমিপাড়ার ছাই খুমি (৩০)।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদাম্রোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রি বাজারে আসেন বাজার করতে। পরে বিকেলে বাড়ি ফেরার পথে সাঙ্গু নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি হঠাৎ পাথরের সঙ্গে ধাক্কা গেলে ডুবে যায়। এসময় সাঁতার কেটে ছয়জন তীরে উঠতে পারলেও তিনজন নদীর স্রোতে তলিয়ে যায়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, নৌকা ডুবে তিনজন নিখোঁজের সংবাদ পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।