জাল টাকায় বাজার করার চেষ্টা, যুবককে গণপিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৫ অক্টোবর ২০২৩

নোয়াখালীর কবিরহাটে জাল টাকায় বাজার করার সময় নুর ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এসময় তার কাছ থেকে ১৫ হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ধানশালিক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জনতা বাজারে এ ঘটনা ঘটে।

আটক নুর ইসলাম ঘোষবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের আলী আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে দুই যুবক জনতা বাজারে গিয়ে জাল টাকায় বাজার করার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নুর ইসলামকে আটক করে গণপিটুনি দেন। এসময় তার সঙ্গে থাকা একরাম হোসেন সজিব পালিয়ে যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, নুর ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।