প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৫ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে কুশন কুমার সিংহ ওরফে পার্থ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুশন কুমার সিংহ ওরফে পার্থ গালিমপুর গ্রামের উৎপল কুমার সিংহের বড় ছেলে। সে একাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, গালিমপুর দুর্গা মন্দির থেকে পাশের বড়াল নদীর ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে গালিমপুর বাজারের চারমাথা মোড়ে পূজায় সাজানো ডেকোরেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুত্বর আহত হয় পার্থ। দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তরুণের

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করলেও তার পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

রেজাউল করিম রেজা/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।