বরিশাল

কেটে গেছে ঘূর্ণিঝড় হামুনের শঙ্কা, হতে পারে ভারী বর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৫ অক্টোবর ২০২৩

কক্সবাজারে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। এতে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে গেছে বলে নিশ্চিত করেছে বরিশাল আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এরই মধ্যে হামুন কক্সবাজারে আঘাত হেনেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যাচ্ছে না। এই অঞ্চলের শঙ্কা কেটে গেছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাসের আর্দ্রতা, গতিবেগ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: বুধবার সকাল থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে হামুন মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, বিভাগের ৬ জেলায় তিন হাজার ৩৭৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া ৬ হাজার ২৪৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৬৬টি মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়ের জন্য খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫২টি মুজিবকেল্লা।

প্রস্তুত করা আশ্রয়কেন্দ্রে ১২ লাখ ৯৫ হাজার ৬১০ জন মানুষ ও ১ লাখ ৫২ হাজার ২২৭টি পশু আশ্রয় নিতে পারবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খাদ্য সংকট কাটাতে এক হাজার ৩৮০ মেট্রিক টন চাল, নগদ ২৪ লাখ তিন হাজার টাকা, ৯৬ বান্ডিল টিন ও ২ হাজার পিছ কম্বল প্রস্তুত রাখা হয়েছে। পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও শুকনো খাবারের পর্যাপ্ত মজুদ রয়েছে।

শাওন খান/জেএস/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।