ঘূর্ণিঝড় ‘হামুন’

বুধবার সকাল থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে সম্ভাব্য ক্ষতি এড়াতে বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা বলা হয়।

আরও পড়ুন: হাতিয়ায় প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র, নৌ-চলাচল বন্ধ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে বুধবার (২৫ অক্টোবর) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়াও যে কোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়।

সাইফুল উদ্দীন/জেএস/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।