বরিশাল

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২২ অক্টোবর ২০২৩

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোস্তাফিজুর রহমান (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আরও ২১৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (২২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।।

তিনি বলেন, মোস্তাফিজুর রহমান জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গত ২১ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে মারা গেলেন আরও একজন

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩০ হাজার ৯২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৫৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৪০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১০৬ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন, ভোলা সদর হাসপাতালে নয়জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে বারো জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে ৮৪ জন, পটুয়াখালীতে ৪৪ জন, পিরোজপুরে ৫১ জন, ভোলায় ১২ জন, বরগুনায় ২০ জন আছেন ও ঝালকাঠিতে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৭২৯ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

শাওন খান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।