মদসহ ডিবির হাতে আটক বাবা-ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২০ অক্টোবর ২০২৩

জামালপুরের ইসলামপুর থেকে ১৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ।

আটকরা হলেন- জেলার ইসলামপুর পৌরসভার তেঘরিয়া (খালের পশ্চিমপাড়া) এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ বাদশা ও তার ছেলে মো. রাজু মিয়া (২১)।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তেঘরিয়া (খালের পশ্চিমপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মদসহ ডিবির হাতে আটক বাবা-ছেলে

জামালপুর ডিবির পরিদর্শক মো. মুশফিকুর রহমান জানান, এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় ডিবি। এ সময় আমদানি নিষিদ্ধ ১৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী বাবা আবু সাঈদ বাদশা ও তার ছেলে রাজু মিয়াকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে ইসলামপুর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

মো. নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।