কলাপাড়ায় বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রাম থেকে শঙ্খিনী সাপটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বসতঘরে মিলল বিষধর শঙ্খিনী সাপ
অ্যানিমেল লাভার অব কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান বলেন, খবর পেয়ে সকালে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়ার মো. রাসেল কাজির বাড়িতে জালে পেঁচিয়ে পড়ে আছে একটি শঙ্খিনী সাপ। পরে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, একদিন আগে উদ্ধার করা শঙ্খিনী সাপটি সংগঠনের হেফাজতে রয়েছে। গবেষণার জন্য সাপটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনাম রিচার্চ সেন্টারের হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস