ফেনসিডিলের শত শত বোতলে বন্ধ ছিল জলাবদ্ধতা নিরসনের ড্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০১:৪৫ এএম, ২০ অক্টোবর ২০২৩

যশোরের অভয়নগরে জলাবদ্ধতা নিরসনে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ড্রেন। কিন্তু সেই ড্রেন এতদিন বন্ধ ছিল শত শত ফেনসিডিলের বোতলে। সবশেষ সেই ড্রেন পরিষ্কার করা হয়। যাতে মেলে প্রায় সাড়ে ৪০০ ফেনসিডিলের খালি বোতল। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ড্রাইভারপাড়া এলাকার ড্রেন থেকে বোতলগুলো উদ্ধার করা হয়। এসব বোতল পৌর কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।

নওয়াপাড়া পৌরসভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর সেলিম মল্লিক জানান, ড্রেনের ভেতর থেকে ফেনসিডিলের প্রায় সাড়ে ৪০০ খালি বোতল উদ্ধার করা হয়েছে। এ বোতলের কারণে ড্রেনে পানি নিষ্কাশন বন্ধ ছিল।

আরও পড়ুন: মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে মাদক বিক্রি!

এলাকাবাসী জানায়, চিহ্নিত কিছু মাদক কারবারি প্রকাশ্যে মাদক বিক্রি করে। ফেনসিডিল সেবনের পর তারা এর খালি বোতল পৌরসভার ড্রেনে ফেলে দেয়। প্রতিবাদ করলে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।

jagonews24

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, ড্রাইভারপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হয়। ফেনসিডিলের বোতলের কারণে সেই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। ড্রেন পরিষ্কার করার সময় শত শত ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় পুলিশসহ মাদক সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

আরও পড়ুন: পুলিশ-সাংবাদিক-বিত্তবানরাও মাদক সাপ্লাই করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বিষয়ে কোনো তথ্য থাকলে পৌর কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন পৌর মেয়র।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এ বিষয়ে বেশি আন্তরিক হতে হবে।

মিলন রহমান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।